স্পোর্টস ডেস্ক:
করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের পেসার জোফরা আর্চার। এতে ২৯ সদস্যের ইংল্যান্ড স্কোয়াডে যোগ দিতে বাধা থাকলো না তার। ৮ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টের জন্য এখন অনুশীলনে ব্যস্ত ইংল্যান্ড।
গত সপ্তাহে আর্চারের বাসার এক সদস্য অসুস্থ বোধ করেন। সে করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও অতিরিক্ত সাবধানতায় আর্চারকেও টেস্ট করানো হয়। তবে পরে এই পেসার নেগেটিভ হওয়ায় সাউদাম্পটনে স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
শুক্রবার থেকে অনুশীলন শুরু করবেন আর্চার। ট্রেনিংয়ে ইংল্যান্ডের পুরো স্কোয়াড দুই ভাগে অনুশীলন করছে। সকাল-বিকেল মিলিয়ে অনুশীলন করছেন স্বাগতিকরা।
সফরে ক্যারিবিয়দের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড।
সান নিউজ