ক্রীড়া ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাই আইপিএলের আসন্ন আসরে দলটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এ তথ্য নিশ্চিত করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবি। নতুন অধিনায়ককে শুভ কামনা জানিয়ে উচ্ছ্বসিত হয়ে কোহলি বলেন, ফাফ ও দলের জন্য আমি এর চেয়ে বেশি আর খুশি হতেই পারতাম না। সে আমার একজন ভালো বন্ধু, তার সঙ্গে আমার বেশ ভালো বোঝাপড়া আছে। ভালো মৌসুমের জন্য মুখিয়ে রয়েছি আমি।
এদিকে সপ্তম ক্রিকেটার হিসেবে আরসিবিকে নেতৃত্ব দেবেন ডু প্লেসি। এর আগে রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টরি, কোহলি এবং শেন ওয়াটসন এ দলের অধিনায়ক ছিলেন। তাদের মধ্যে কোহলিই দলের অধিনায়ক ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে। ১৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা
এর আগে ডু প্লেসি আইপিএলে খেললেও কখনো অধিনায়কত্ব পাননি। অধিনায়ক হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই প্রথম খেলবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।
সাননিউজ/এমএসএ