ক্রীড়া প্রতিবেদকঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে আবারো আলোচনায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এছাড়া ভার্চুয়াল এই সভায় করোনা পরবর্তী সময়ে কিভাবে ক্রিকেট খেলা মাঠে গড়াবে সে ব্যাপার নিয়েও হবে বিস্তারিত আলোচনা।
এর আগে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনায় বসেছিল আইসিসি। কিন্তু কোনবারই সিদ্ধান্ত নিতে পারেননি কর্মকর্তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান লন্ডন থেকে আইসিসির এই সভায় যোগ দেবেন। ব্যাক্তিগত কারণে এখন যুক্তরাজ্যে আছেন নাজমুল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর নির্ধারিত সময় অক্টোবরে অস্ট্রেলিয়ায়।
সান নিউজ