স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে মার্সিয়ালের হ্যাটট্রিকে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-০ গোলে হারিয়েছে তারা শেফিল্ড ইউনাইটেডকে।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সুযোগেই গোলে করে দলকে এগিয়ে নেন অ্যান্থনি মার্সিয়াল। ম্যাচের ৭ মিনিটে রাশফোর্ডের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
৪৪ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন মার্সিয়াল। বিসাকার নিচু ক্রসে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।
মার্সিয়াল হ্যাটট্রিক পূরণ করেন ৭৪ মিনিটে। রাশফোর্ডের সঙ্গে জুটি গড়ে পান সাফল্য।
৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত ম্যান ইউনাইটেড।
সান নিউজ