আইপিএলে দল পেলেও বাংলাদেশ সিরিজে খেলবেন প্রোটিয়া ক্রিকেটাররা (ছবি: সংগৃহীত)
খেলা

টাইগারদের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডে যারা

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে নিজেদের ওয়ানডে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষণা করা ১৬ সদস্যের স্কোয়াডে আছেন আইপিএলের আটজন। তারা আইপিএলে দল পেলেও খেলবেন বাংলাদেশ সিরিজে।

এদিকে আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দুই দল।

এদিকে স্কোয়াড দেখে বোঝা যাচ্ছে সফরকারীদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে প্রোটিয়ারা। তাদের মধ্যে আটজন রয়েছেন, যারা এবার আইপিএলে বিভিন্ন দলের সুযোগ পেয়েছেন।

অপরদিকে আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা কোথায় খেলবেন, তা ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছিল বোর্ড। তবে ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার কথা জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ১৬ সদস্যের স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কুক, ফন ডার ডুসেন, জুবায়ের হামজা, জানেমান মালান, এইডেন মারকাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও কাইল ভেরেইন্নে।

তাদের মধ্যে আইপিএলে চুক্তিবদ্ধ আট ক্রিকেটার হলেন: কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারকাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

প্রসঙ্গত, ১৮ মার্চ জোহানেসবার্গে প্রথম ওয়ানডে ম্যাচ। এছারা ২০ মার্চ দ্বিতীয় ও ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা