স্পোর্টস ডেস্ক: নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ১২ বছর পর ধুমধাম করেই দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পুরোনো জায়গায় ফিরে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে সমর্থক পর্যায় পর্যন্ত উষ্ণতম অভ্যর্থনা পেয়েছিলেন এ সুপারস্টার।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই অফফর্ম আর টিম ম্যানেজম্যান্টের সঙ্গে মত অমিলের কারণে অনিশ্চয়তায় পড়ে গেছে রোনালদোর ভবিষ্যৎ।
আরও পড়ুন:
রোনালদো তার কোমরের নিচের অংশের সমস্যার কথা আগেই জানিয়েছিলেন। যে কারণে শুক্রবার তাকে জানিয়ে দেওয়া হয়, রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকছেন না তিনি। বেঞ্চে থেকে বদলি হিসেবে নামানো হবে দলের প্রয়োজনে।
কিন্তু এই পরিকল্পনা ভালো লাগেনি রোনালদোর। যে কারণে শনিবার ক্লাবের ডিনারেও যোগ দেননি এ সুপারস্টার। পরে ক্লাব ছেড়ে পর্তুগালে নিজের বাড়িতে চলে যান তিনি।
সোমবার রাতেও রোনালদোর প্রতিনিধিরা নিশ্চিত করতে পারেনি, মঙ্গলবার দলের অনুশীলনে থাকবেন কি না তিনি। সোমবারের জন্য ছুটি দেওয়া হয়েছিল রোনালদোকে। ধারণা করা হচ্ছিল মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ভারপ্রাপ্ত ম্যানেজার রাফ রাগনিক আগেই সবাইকে বলেছেন, যাদের চোট সমস্যা আছে তারা যেন বিদেশ যাওয়ার বদলে ক্লাবে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে।
সাননিউজ/জেএস