স্পোর্টস ডেস্ক: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে কোমরের চোটের কারণে মাঠের বাইরে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর এ সময় জাতীয় দলের কেই তার খোঁজ রাখেননি বলে সংবাদমাধ্যমে অভিমান প্রকাশ করেছিলেন এ অলরাউন্ডার।
তারপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ প্রসঙ্গে তার কাছে ব্যাখ্যা জানতে চেয়ে মঙ্গলবার (৮ মার্চ) তাকে তলব করেছে।
এরপর তিনি তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানান, ভুলবশত বেফাঁস মন্তব্য করেছেন।
আরও পড়ুন: সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল!
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে সাইফউদ্দিন বলেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি আসলে বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত।’
সাইফউদ্দিন আরও বলেন, ‘আপনারা যারা সাংবাদিক আছেন, তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বোঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল।’
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কোমরের চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে শুরু হতে পারে তার প্রত্যাবর্তন।
সাননিউজ/জেএস