ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় ফুটবল দল নিয়ে নেতিবাচক মন্তব্য না করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। তার মতে, বর্তমান সময়ে জাতীয় দলের যে পারফরম্যান্স তা অবশ্যই প্রশংসনীয়।
পারফরম্যান্সের উদাহরণ টেনে মামুনুল বলেন, এশিয়ান গেমসের কাতারের মতো দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলাটা দেশের ফুটবলের অন্যতম সেরা অর্জন।
এমনকি বিশ্বকাপ বাছাই ম্যাচ প্রসঙ্গে মামুনুল বলেন, ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলে ড্র করাটা বাংলাদেশের জন্য অবশ্যই প্রশংসার। এছাড়া বাছাই ম্যাচে কাতারের বিপক্ষে ঘরের মাঠে স্বাগতিকরা অবশ্যই ভাল খেলেছিল। সেই ম্যাচে শেষ দিকে দুটো গোল না হলে ফলাফল ড্র হতে পারতো। এমনকি বাংলাদেশ যে গোলের সুযোগগুলো পেয়েছিল তা যদি কাজে লাগাতে পারতো তাহলে ফলাফল অন্যরকম হতে পারতো।
এসব পারফরম্যান্সের কথা উল্লেখ করেই মামুনুল বলেন, দলের খেলা যারা মাঠে গিয়ে দেখেছে তারা জানে বাংলাদে জাতীয় ফুটবল দল এখন কেমন খেলে। যারা মাঠে গিয়ে খেলা দেখেননি তার যেন সমালোচনা করার আগে মাঠে গিয়ে খেলা দেখে তারপর মন্তব্য করেন।
অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৮ অক্টোবর, অন্যটি ১৫ অক্টোবর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এরপর নভেম্বরে ভারত এবং ওমানের বিপক্ষে ঘরের মাঠেই আরো দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। মামুনুলের আহ্বান, মাঠে এসে দলের খেলা দেখে যেন সবাই ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করে।
সান নিউজ