ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তান সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকা মিশনে নামবে টিম বাংলাদেশ। প্রোটিয়াদের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া একটি পূর্ণাঙ্গ সিরিজের উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়বে টাইগার ক্রিকেটাররা। তবে সবাই একসঙ্গে নয়, দুই দফায় দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তামিম-মুমিনুলরা।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগে থেকেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। সুযোগ ছিল আফগানদের হোয়াইটওয়াশের কিন্তু শেষ ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এদিকে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তামিম-মাহমুদউল্লাহ-মুমিনুলদের এই সফরে থাকছে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে।
আগামী ১২ মার্চের মধ্যেই পুরো টাইগার স্কোয়াড দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাবে। তবে সবাই একসঙ্গে যাবে না। প্রথম বহর যাবে ১১ মার্চ রাত ১১ টায়। আর দ্বিতীয় বহর যাবে ১২ মার্চ।
আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা
যেহেতু আগে ওয়ানডে সিরিজ হবে তাই প্রথম বহরে যাবে ওয়ানডে দল। পরে যাবে টেস্ট দলের বাকি ক্রিকেটাররা।
সাননিউজ/এমএসএ