ক্রীড়া প্রতিবেদক:
মাশরাফি বিন মোর্ত্তজার পর এবার তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান মোরসালিন।
শনিবার করোনায় আক্রান্ত হওয়ার খবরটা মাশরাফি নিজেই জানান সবাইকে। আক্রান্তের পর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। মাঝে সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান।
কিছুদিন আগে নড়াইলে থাকা মাশরাফির শ্বাশুড়ি, তার স্ত্রীর বড় বোন ও ভাগ্নি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। এবার খবর আসলো করোনায় তার ভাই মোরসালিনের আক্রান্ত হওয়ার।
মোরসালিন ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেয়ার পর মাশরাফি সেখানে কমেন্ট করেন। যেখানে বড় ভাই বলেন, দুশ্চিন্তা না করে কিছুদিন বিশ্রাম নেয়ার জন্য। আল্লাহর ওপর বিশ্বাস রাখতে এবং আল্লাহ চাইলে শিগগিরই দেখা হওয়ার ব্যাপারেও আশাবাদ জানান। উত্তরে মোরসালিনও বড় ভাইকে আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিজের প্রতি যত্ন নেয়ার ব্যাপারে মন্তব্য করেন।
করোনাকাল শুরুর আগে বিয়ে করেছিলেন মোরসালিন। মিরপুরের বাসাতে তিনি আপাতত আইসোলেশনে আছেন।
এদিকে, মাশরাফির স্ত্রীরও করোনার পরীক্ষার জন্য নতুনা নেয়া হয়েছে। যদিও ফলাফল এখনো পাওয়া যায়নি। আর মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পরই তার দুই সন্তান হুমায়রা ও সাহেলকে নড়াইল পাঠিয়ে দেয়া হয়। যেখানে মাশরাফির বাবা ও মা দুজনেরও করোনা পরীক্ষা করা হয়। অবশ্য তাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
সান নিউজ