স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লিগে আজ শীর্ষে ফেরার সুযোগ বার্সেলোনার সামনে। রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৬৫ পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পিছিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুই নম্বরে কাতালানরা। সাথে আর্জেন্টাইন তারকা যদি এক গোল করতে পারে তাহলে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭০০ গোলের মাইলফলকেও পৌছাবে লিওনেল মেসি।
বার্সেলোনার ম্যাচ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। পয়েন্ট টেবিলে এখন ১০ নম্বরে আছে দলটি। কিন্তু বার্সা ও বিলবাওয়ের শেষ পাচ ম্যাচের মুখোমুখি পরিসংখ্যান বিচার করলে কাতালানরা জিতেছে কেবল একটি ম্যাচ। বিলবাও জিতেছে দুটি আর বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
এমনকি লিগের প্রথম দেখায় গত বছরের আগস্টের লড়াইয়ে একেবারে শেষ দিকের গোলে হেরেছিল বার্সেলোনা। আর কাতালানরা শেষ পাচ ম্যাচের মধ্যে বিলবাওকে হারিয়েছিল ২০১৮ সালের মার্চের লড়াইটাতে।
বার্সা তাদের গত মাচে সেভিয়ার সঙ্গে ড্র করে। এরপর রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারানোয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও তাদের শেষ ম্যাচে হারিয়েছিল রিয়াল বেতিসকে। এর আগে দুটি ম্যাচ ড্র ও দুটি লড়াই জিতেছিল বিলবাও। বাংলাদেশ সময় রাত ২টায় হবে বার্সেলোনা-বিলবাও ম্যাচ। বার্সার পরের ম্যাচ শুক্রবার সেল্টা ভিগোর বিপক্ষে।
সান নিউজ
শীর্ষে ফেরার সুযোগ