স্পোর্টস ডেস্ক:
নতুন করে পাকিস্তান ক্রিকেট দলের আরো সাত ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর জানিয়েছে।
পাকিস্তানের এখন মোট ১০জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। এর আগে সোমবার শাদাব খান, হায়দার আলী ও হারিস রউফ করোনা আক্রান্ত হয়েছিলেন বলে বোর্ড জানিয়েছিল। এখন নতুন করে যে সাতজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান।
১৪ দিনের জন্য এখন এসব ক্রিকেটারদের আইসোলেশনে যেতে হবে। এর মানে ২৮জুন পাকিস্তান যে ইংল্যান্ড সফরে যাবে সেই স্কোয়াডের প্রায় অর্ধেক করোনা আক্রান্ত। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল পিসিবি। যে দলের ১০জনই এখন করোনা আক্রান্ত। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা বিলাল আসিফ, ইমরান বাট, মুসা খান ও মোহাম্মদ নেওয়াজকে করোনা টেস্টের জন্য ডাকা হয়েছে। তবে ইংল্যান্ড সফরের পরিকল্পনা এখনো পাকিস্তানের আছে বলে জানিয়েছে বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।
এছাড়া ক্রিকেটারদের সাপোর্টিং স্টাফদের মধ্যেও একজন করোনা আক্রান্ত বলে জানিয়েছে বোর্ড। পিসিবি’র প্রধান নির্বাহী জানিয়েছেন প্রথম যে তিনজন করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের কোন লক্ষণ দেখা যায়নি। শোয়েব মালিক, ওয়াকার ইউনুস এবং ক্লিফ ডিকনের এখনো টেস্ট করা হয়নি।
পাকিস্তানে এখন প্রায় এক লাখ ৯০ হাজারের বেশি করোনা আক্রান্ত মানুষ আছেন।
সান নিউজ