স্পোর্টস ডেস্কঃ
করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকেভিচ। এই তারকা খেলোয়াড়ের ওয়েবসাইট থেকে পাওয়া খবর অনুযায়ী কোন উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
জকোভিচের আদ্রিয়া ট্যুর প্রতিযোগিতায় অংশ নিয়ে এর আগে দিমিত্রভ, কোরিচ ও ভিক্টর করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই টুর্নামেন্ট বাতিলের পর জকোভিচ যখন বেলগ্রেডে ফেরেন তখন পরিবার সহ তাদের করোনা পরীক্ষা করা হয়। যেখানে করোনা আক্রান্ত হন তিনি।
এক বার্তায় জকোভিচ বলেন, সন্তানদের নেগেটিভ হলেও তিনি ও তার স্ত্রী ইয়েলেনার ফলাফল পজিটিভ আসে।
আর চ্যারিটি টুর্নামেন্ট সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের খেলোয়াড়দের সাহায্যের জন্যই তিনি এই টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। কিন্তু দূর্ভাগ্য করোনা ভাইরাসে খেলোয়াড়রা আক্রান্ত হওয়ায় এই কাজটা তিনি শেষ করতে পারলেন না।
সান নিউজ