খেলা

টাইগারদের সিরিজ জয়

সান নিউজ ডেস্ক: ২১৮ রানেই অলআউট আফগানিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় লাভ করেছে বাংলাদেশ। এর ফলে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতলো টাইগার বাহিনী।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৪৫ ওভার শেষে ৯ উইকেটে ২১৮ রান করেছে আফগানিস্তান। স্পিনারদের বোলিংয়ে এনে তাড়াতাড়ি ওভার শেষ করার প্রক্রিয়ায় এবার আফিফকে আনেন তামিম। প্রথম বলেই কাজ শেষ করে দিয়েছেন আগের ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের জয়ের দুই নায়কের একজন। বোল্ড করে দিলেন ফজলহক ফারুকিকে।

এর আগে বাংলাদেশের করা ৩০৬ রানের জবাবে খেলতে নেমে পাওয়ার প্লে'র দশ ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। হাঁটুর চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে থাকা রহমানউল্লাহ গুরবাজকে ওপেনিংয়ে পায়নি আফগানরা। তার জায়গায় ইনিংস সূচনা করেন রহমত শাহ।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সরাসরি থ্রোয়ে উদ্বোধনী জুটি ভাঙেন আফিফ হোসেন ধ্রুব। ইব্রাহিম জাদরানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রিয়াজ হাসান করেন ১ রান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে কট বিহাইন্ড করেন শরিফুল ইসলাম। হাশমতের ব্যাট থেকে আসে ৫ রান।

ওয়ার প্লে'র শেষ ওভারে সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ৯ রান করা আজমতউল্লাহ ওমরজাই। এরপর চতুর্থ উইকেট জুটিতে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন রহমত ও নাজিবউল্লাহ। এ দুজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। নাজিবের স্ট্রেইট ড্রাইভে ননস্ট্রাইক প্রান্তে স্ট্যাম্প ভাঙলে মাঠে দেখা যায় অনন্য এক ঘটনা।

আরও পড়ুন: বাংলাদেশের ফুটবলের পাশে ইতালি

শেষ পর্যন্ত এ জুটি ভাঙেন তাসকিন। ইনিংসের ২৫তম ওভারে তাসকিনের বলে সোজা বোল্ড হয়ে যান ৫২ রান করা রহমত। পরে ২৯তম ওভারের প্রথম বলে আরেক হাফসেঞ্চুরিয়ান নাজিবকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাসকিন। নাজিবের ব্যাট থেকে আসে ৫৪ রান।

নাজিবের বিদায়ের পর উইকেটে আসার অনুমতি পান গুরবাজ। তবে বেশিক্ষণ থাকা হয়নি তার। সাকিবের বলে প্লেইড অন হওয়ার আগে ৭ রান করতে পেরেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ ৩৮তম ওভারে মোহাম্মদ নবিকে সাজঘরে পাঠিয়েছেন মেহেদি হাসান মিরাজ। নবির ব্যাট থেকে এসেছে ৩২ রান।

আরও পড়ুন: লিটনের সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

এরই মধ্যে শেষ করিয়ে দেওয়া হয়েছে তাসকিনের সব ওভার। দুর্দান্ত বোলিংয়ে দশ ওভারে ২ মেইডেনসহ মাত্র ৩১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার।

এর আগে ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন লিটন দাস। লিটন নাকি যেই ম্যাচে ফিফটি করেন তার অধিকাংশ ম্যাচেই সেঞ্চুরি পূর্ণ করেন। লিটনের শতক এবং মুশফিকের প্রায় শত রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৬ রান।

আরও পড়ুন: ২৬ মার্চ আইপিএল শুরু

ইনিংসের তৃতীয় ওভারে আফগানিস্তানের ফজল হক ফারুকির বলে লিটন এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে। এরপর ধীরে ধীরে উইকেটে স্থির হন।

লিটন স্থির হলেও শুরু থেকেই নড়বড়ে থাকা তামিম ইকবাল টিকতে পারেননি। ১ম ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন ফজল হক ফারুকির বলে, ঠিক সেভাবেই আজও এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে।

আরও পড়ুন: সেঞ্চুরি পেলেন লিটন দাস

অধিনায়ক তামিমের ফেরার পর সাকিব আল হাসান এসে লিটনের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন। তবে রশিদ খান আসতেই ফিরতে হয় সাজঘরে। ওই ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ৩৬ বলে ২০ রান করে।

তামিম-সাকিবের বিদায়ের পর রেকর্ড জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের ২০২ রান এখন বাংলাদেশের তৃতীয় উইকেট জুটিতে ৫ম সর্বোচ্চ রান।

লিটন দাস ১২৬ বলে ১৬টি চার ও ২টি ছয়ে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন ফরিদ আহমেদের বলে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দিয়ে। লিটন বিদায় নিলেও শতকের পথে ছিলেন মুশফিকুর রহিম।

আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধি, অস্বীকারের সুযোগ নেই

কিন্তু লিটনের বিদায়ের পরের বলেই থার্ড ম্যান অঞ্চলে থাকা ফজল হকের হাতে ক্যাচ দেন ব্যক্তিগত ৮৬ (৯৩) রান করে।

এক ওভারে লিটন-মুশফিকের বিদায়ে শেষ দিকে রানের চাকা হয়ে যায় ধীর। শেষ পাঁচ ওভারে আসে ৩৭ রান। মাহমুদউল্লাহ ৫ (৮) ও আফিফ হোসেন ১৪ (১৩) রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।

এদিকে আফগানিস্তানের পক্ষে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ১টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভা...

সশস্ত্র বাহিনী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস আজ । যথাযথ মর্যাদা ও...

শাহজাহান ওমর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক...

চব্বিশের নায়ক খুঁজলে শিবিরকে প্রথম সারিতে পাবেন

নজরুল ইসলাম জিসান, ইবি : শিবিরের একটি প্রাসঙ্গিক সংগঠনের নাম...

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আ...

বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

নিজস্ব প্রতিবেদন: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ঢাকা বিশ্ববি...

স্বর্ণখনির সন্ধান পেলো চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং...

সব কেড়ে নিতে পারবে না এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মুহূর্তের মধ্যে মানুষের থেকেও কয়েকগুণ দ...

এম বালামুরলীকৃষ্ণ’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা