স্পোর্টস ডেস্ক: আফিফ-মিরাজের ফাগুনের আগুনঝরা ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে আজ টাইগারদের সামনে সিরিজ জয়ের মিশন। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি।
আজকের এই ম্যাচটা শুধু সিরিজ জয়ের মিশনই নয়, ম্যাচটা জিতলেই আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে লাল-সবুজের বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে নেই কোন পরিবর্তন। তবে ৩ টি পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদযাই ও গুলবাদিন নাইবের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আহমতউল্লাহ ওমরযাইয়ের।
বাংলাদেশ একাদশ:
আরও পড়ুন: ২৬ মার্চ আইপিএল শুরু
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
আরও পড়ুন: আশা দিয়েও এখন কেউ পাশে নেই
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজল ফারুকি।
আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস
প্রসঙ্গত, প্রথম ওয়ানডে ম্যাচে রেকর্ড জুটি গড়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে বিপর্যয়ে পড়েও এই জুটির অসাধারণ দৃঢ়তায় ৪ উইকেটে জয় পায় টাইগাররা।
সান নিউজ/ এইচএন