টিম টাইগার-বাংলাদেশ
খেলা

সিরিজ জয়ের মিশন আজ

স্পোর্টস ডেস্ক: ফাগুনের আগুনঝরা ম্যাচ উপহার দিয়েছে আফিফ-মিরাজ। তাই সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বন্দরনগরি চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।

২৫ ফেব্রুয়ারি ( শুক্রবার) বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। অবিস্মরণীয় জয়ের সুবাদে গ্যালারিতে দর্শকের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে। গত ম্যাচে ছিল মাত্র ৪ হাজার। বিসিবি আজকের ম্যাচের জন্য টিকিট ছেড়েছে ৮ হাজার।

গতকাল বৃহস্পতিবার( ২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় টিকিটের জন্য বুথের সামনে দীর্ঘ লাইন দেখা করা গিয়েছে। আজকের ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ সাড়া পাওয়া গেছে।

গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও আলো ছড়াতে পারেনি তামিম-মুশফিকদের ব্যাট। সে কারণে বৃহস্পতিবার চট্টগ্রামে অনুশীলনে বাংলাদেশ দল বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনে তাদের দেখা গেছে সিরিয়াস মুডে।

প্রথম ম্যাচে ভালো করতে না পারায় দুজনকেই নেট থেকে সরতে দেখা যায়নি। যদিও এই অনুশীলনে এসেছিলেন ৫ ক্রিকেটার। বাকিরা বিশ্রামে ছিলেন হোটেলে।

তামিমকে ব্যাটিং নিয়ে বাড়তি মনোযোগী হতে দেখা যায়। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এলবিডব্লিউ হয়ে ফেরার জ্বালা হয়তো এখনো পোড়াচ্ছে টাইগার অধিনায়ককে। দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়া জেমি সিডন্সও দীর্ঘক্ষণ ধরে পড়ে ছিলেন তারই পুরোনো শিষ্য তামিমের পেছনে।

জেমি সিডন্স বিভিন্ন পরামর্শ দিয়েছেন তামিমের দীর্ঘক্ষণ নেট অনুশীলনে। যতক্ষণ নেটে অনুশীলন করছিলেন তামিম, পুরো সময়টি পাশে থেকেই দেখছিলেন সিডন্স। মাঝেমধ্যে ভুলত্রুটিও শুধরিয়ে দিয়েছেন তিনি।

এদিকে আজকের ম্যাচ জিতলেই সুপার লিগের শীর্ষে উঠে আসবে বাংলাদেশ দল। রেকর্ড জুটি গড়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিপর্যয়ে পড়েও এই জুটির অসাধারণ দৃঢ়তায় ৪ উইকেটে জিতে নেয় টাইগাররা। বাংলাদেশ এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরো ১০ পয়েন্ট অর্জন করেছে।

সিরিজের আর একটি ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে উঠে আসবেন তামিম-সাকিবরা।

আরও পড়ুন: কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী

আগামী বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। বর্তমানে ৯৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে অবস্হান করছে ইংল্যান্ড। বাংলাদেশ ৯০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্হানে। আপাতত আফগানিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হারিয়ে ইংলিশদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা।

আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস

বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই সমান ৯টি করে ম্যাচ জিতেছে। তবে একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ইংল্যান্ডের আছে বাড়তি ৫ পয়েন্ট। চলতি সিরিজে আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ উঠে যাবে শীর্ষে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানও উত্তাল

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা