স্পোর্টস করেসপন্ডেন্ট: এএফসি কাপে প্রতি গ্রুপের জন্য স্বাগতিক দেশের নাম প্রকাশ করল এশিয়ান ফুটবল কনফেডারেশন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকায় দক্ষিণ এশিয়া জোনের স্বাগতিক দেশ হয়েছে ভারত। আর এতেই বিপত্তি বাধে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।
ভারত স্বাগতিক দেশ হওয়ার কারণে বসুন্ধরা কিংসকে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচগুলো খেলতে হবে কলকাতায়। বসুন্ধরা সিলেটের জেলা স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ধরে এএফসি কাপের স্বাগতিক দেশ হতে আবেদন করেছিল। তবে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা তা আমলে নেয়নি। তারা কলকাতার গোকুলাম এফসির মাঠকে কেন্দ্রীয় ভেন্যু হিসেবে ঘোষণা দেয়।
এদিকে আগামী ১৮ থেকে ২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরার সঙ্গে এই গ্রুপে রয়েছে গোকুলাম এফসি আর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপের আরেকটি দল আসবে প্লে-অফ থেকে।
আরও পড়ুন: দুই তরুণের পারফরম্যান্সে খুশি তামিম
অপরদিকে বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে আগে প্লে-অফ খেলতে হবে। আগামী ১২ এপ্রিল সিলেটে প্রথম প্লে-অফ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ এপ্রিল কলকাতায় তাদের প্রতিপক্ষ হবে ঐতিহ্যবাহী মোহনবাগান।
সাননিউজ/এমএসএ