স্পোর্টস করেসপন্ডেন্ট: চট্টগ্রামরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিশ্চিত হার থেকে দুর্দান্ত পারফরম্যান্সে চার উইকেটের জয় পায় বাংলাদেশ। যাদের কল্যাণে এসেছে এমন জয় তাদের জন্যেই বেশি খুশি হয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ক্যাপ্টেন্ট।
ক্রিকেট ইতিহাসে এমন জয় কখনও দেখেনি টিম বাংলাদেশ। তাই শুরুতেই যখন ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, তখন হয়তো খেলা দেখাই বন্ধ করে দেন অনেকে। অধিনায়ক তামিম শেষ পর্যন্ত চোখ রেখেছেন মাঠে। আর শেষে জয়টাও হলো। এতে আনন্দে আত্মহারা এই টাইগার অধিনায়ক।
আরও পড়ুন: টাইগারদের ঐতিহাসিক জয়
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার অনুভূতি জানতে চান উপস্থাপক আতহার আলি খান। সেখানে জয়কে উপেক্ষা করে আফিফ-মেহেদির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তামিম। দলের ড্যাশিং ওপেনার বলেন, ‘দুর্দান্ত এই জয়ে আমি খুশি হয়েছি ঠিকই তবে এরপর বেশি খুশি হয়েছি আফিফ ও মিরাজের দারুণ পারফরম্যান্সে।’
সাননিউজ/এমএসএ