স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সাত মাসের বিরতির পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১ টায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নামে তামিম বাহিনী। বল হাতে দারুণ পারফর্ম করলেন মোস্তাফিজ-তাসকিন-শরিফুল-সাকিবরা। টাইগারদের এমন বোলিংয়ে মুখে ২১৫ রান তুলতেই সব উইকেট হারাল আফগানিস্তান।
আরও পড়ুন: বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ
ম্যাচের শুরুতেই আফগান শিবিরেই আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজ। আফগান ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই মুস্তাফিজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।
মুস্তাফিজ ও তাসকিন মিলে উইকেটের দুই প্রান্ত থেকে বেশ ভালোভাবেই চেপে ধরেছেন আফগান ব্যাটসম্যানদের।
আরও পড়ুন: বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। মাঝে প্রতিরোধ গড়েছিলেন নাজিবুল্লাহ জাদরান-মোহাম্মদ নবী। দুজনে ৫ম উইকেটের জুটিতে সর্বোচ্চ ৬৩ রান যোগ করেন।
নবী ফিরলেও নাজিবুল্লাহ ছিলেন অবিচল। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। ৩৪ রান করেন রহমত শাহ। এছাড়া ত্রিশের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। ১টি উইকেট নেন মাহমুদউল্লাহ।
সাননিউজ/জেএস