রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সৌদি নারী ফুটবল দল - পেলে
খেলা প্রকাশিত ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩১
সর্বশেষ আপডেট ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩১

সৌদি নারীদের প্রথম জয়ে পেলের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জনপ্রিয়তার তালিকায় প্রথম পছন্দ ফুটবল। বিশ্বকাপ আসরে দেশটির পুরুষ দল অংশগ্রহণ করে। প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জিতে ইতিহাস গড়েছেন সৌদি আরবের মেয়েরা।

সৌদি আরব গত মাসেই নারী ফুটবল দল গড়েছে। আর দল গড়ার এক মাস পরেই জয়ে স্বাদ পেয়েছে দলটি।

সৌদি নারীদের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ফুটবলের কালোমানিক পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘আমি সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাই। আজকের দিনটা শুধু তোমাদের জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ঐতিহাসিক।’

রোববার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে ২-০ গোলে হারায় সৌদি নারী ফুটবল দল।

মালদ্বীপে অনুষ্ঠিত ম্যাচটিতে সিসিলসের বিপক্ষে ১৪তম মিনিটেই দলকে লিড এনে দেন আল বানদারি মুবারাক। ১-০ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরিয়ম আল তামিমি। একটি গোলও শোধ করতে পারেনি সিলিলস।

আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে সৌদি নারীরা।

আরও পড়ুন: টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তলানিতে বাংলাদেশ

প্রসঙ্গত, সৌদি আরব জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সৌদি আরবের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সৌদি আরবীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এই দলটি ১৯৫৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।

১৯৫৭ সালের ১৮ই জানুয়ারি তারিখে, সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত সৌদি আরব এবং লেবাননের মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা