স্পোর্টস ডেস্ক:
করোনার বিরতির পর সিরি আ-তে জুভেন্টাসের প্রথম ম্যাচ ছিল গত রাতে। যেখানে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ইটালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে হারের ক্ষত নিয়ে ম্যাচে মাঠে নেমেছিল জুভরা। নিজেকে ফিরে পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারে এদিন শুরু থেকেই ক্ষবিক্ষত হচ্ছিল বোলোনিয়া। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই দুবার গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। সাফল্য পান তিনি ২৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন পর্তুগীজ এই ফরোয়ার্ড।
জুভেন্টাস দ্বিতীয় গোলটি পায় দ্রুতই। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।
দ্বিতীয়ার্ধে ছিল জুভেন্টাসের গোল মিসের মহড়া। ৫৩ মিনিটে বার্নারদেস্কির শট ফিরে বারে লেগে। ৬১ মিনিটে ওরসোলিনির শট যায় ক্রস বারের ওপর দিয়ে। ৭৪ মিনিটে রোনালদোর শটটিও পায়নি জালের দেখা। এমন সব মিসে আর গোল পাওয়া হয়নি জুভেন্টাসের।
ম্যাচ জিতে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জুভেন্টাস। লিগ শিরোপা জয়ের লক্ষ্যে আরো এগিয়ে গেলো দলটি।
এছাড়া সিরি আ-তে রাতের অন্যান্য ম্যাচে এসি মিলান ৪-১ গোলে হারিয়েছে লিসকে। আর ফিওরেন্তিনা ১-১ গোলে ড্র করেছে ব্রাসিয়ার সঙ্গে।
সান নিউজ