স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে ৫-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। মাহরেজ ও ফোডেন করেছেন দু’টি করে গোল।
ম্যানচেস্টার সিটি লিড নেয় ২২ মিনিটে। বার্নার্দো সিলভার কাছ থেকে বল পেয়ে বা পায়ের শটে গোল করেন ফোডেন।
৪৩ মিনিটে দূর্দান্ত গোল করেন মাহরেজ। ফার্নান্দিনহোর কাছ থেকে বল পেয়ে বার্নলি রক্ষণকে বোকা বানিয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন এই আলজেরিয়ান উইঙ্গার।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আবারো মাহরেজ গোল করে এগিয়ে নেন দলকে।
৫১ মিনিটে আবারো বার্নার্দো সিলভার অ্যাসিস্ট। তবে এবার গোলদাতা মিডফিল্ডার ডেভিড সিলভা।
৬৩ মিনিটে ২১ বছর বয়সী ফিল ফোডেন আরো একবার লক্ষ্যভেদ করেন। ৫-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।
ম্যাচ জয়ে ৬৩ পয়েন্ট এখন সিটিজেনদের। আর ৩৯ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১১ নম্বরে। তবে ম্যান সিটির জন্য দু:সংবাদ। প্রথমার্ধে ফাউলের শিকার আগুয়েরো হাঁটুর ইনজুরিতে পড়েছেন বেশ ভালভাবেই।
সান নিউজ