স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তোলপাড় ফেলে দিয়েছেন গ্ল্যাডিয়েটর্সের জেমস ফকনার। অসি অলরাউন্ডারের অভিযোগ, চুক্তি অনুসারে তাকে পারিশ্রমিক দেয়নি (পিসিবি)। বারবার মিথ্যা বলেছেন পিসিবির কর্মকর্তারা।
পিসিবির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনে পিএসএল ছেড়ে নিজ দেশে ফিরেও গেছেন জেমস ফকনার।
এদিকে ফকনারের এ কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। অসদাচরণের কারণে তার বিরুদ্ধে মামলা করতে বলছেন এ সাবেক ওপেনার।
সালমান বাটের দাবি, টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার আগে হোটেলের অনেক সম্পদ নষ্ট করে দিয়ে গেছেন ফকনার।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
ফকনার চরম মাত্রার বেয়াদবি করেছেন দাবি করে নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, হোটেলের ঝাড়বাতিতে হেলমেট ছুড়ে মেরেছেন ফকনার। এতে ওই ঝাড়বাতি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ওই সময় প্রাণও চলে যেতো পারতো অন্যদের! কারণ ঝাড়বাতির নিচে মানুষ দাঁড়িয়েছিল। আমার মতে, তার বিরুদ্ধে মামলা করা উচিৎ।
তথ্যসূত্র: টাইমস নাউ
সাননিউজ/এমএসএ