স্পোর্টস ডেস্ক :
ডব্লিউডব্লিউই এর চিরচেনা কোর্টে আর দেখা যাবে না দি আন্ডারটেকার খ্যাত মার্ক কালাওয়েকে।
নিজের টুইটার অ্যাকাউন্টে কুস্তি খেলা ছাড়ার ঘোষণা দেন স্বয়ং ‘দি আন্ডারটেকার’। তিনি কুস্তির ডকু সিরিজ দা লাস্ট রাইডে এমন ঘোষণা দিলেন।
শেষবার এ ডব্লিউডব্লিউই (WWE) তারকাকে রেসলমেনিয়া ৩৬ বোন-ইয়ার্ড ম্যাচে দেখা গিয়েছে।
তিনি বলেন, আমার আর রিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই। আমি এ পথ ছাড়লাম।
সাত ফুট উচ্চতার ‘দি আন্ডারটেকার’ (The Undertaker) অনেকের শৈশবকে স্মৃতিময় করেছেন। ‘দি আন্ডাটেকার’ এতটাই জনপ্রিয় ছিলেন যে, তার চিত্রের ট্যাটু স্কুলপড়ুয়াদের পেন্সিল বক্সে রাবার-পেন্সিলে স্থান করে নিয়েছিল। সূত্র-এনডিটিভি।
সান নিউজ/সালি