স্পোর্টস নিউজ: বিপিএলের ১৫তম ম্যাচে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মুখোমুখি কুমিল্লা ও ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসভাগ্য গেছে কুমিল্লার পক্ষে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান ইমরুল কায়েসদের কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে ৫ ম্যাচে ৩ হারে মাহমুদউল্লাহ রিয়াদের দলের অবস্থান চারে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বৃহস্পতিবার অফিসিয়াল ট্রফি ফটোসেশনে অংশ নেননি। প্রথমে পেটের পীড়ার কথা বলা হলেও পরবর্তীতে জানা যায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।
তবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ফাইনালে সাকিবই টস করতে আসেন।
আরও পড়ুন: ‘ইউনিস’-এর কবলে যুক্তরাজ্য
ফাইনালে বরিশালের হয়ে খেলবেন যারা: সাকিব আল হাসান (অধিনায়ক) মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান, মেহেদী হাসান রানা, মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম।
ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন যারা: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
সাননিউজ/এমআরএস