ফিনিশিং দুর্বলতা আরও একবার ভোগিয়েছে (ছবি: সংগৃহীত )
খেলা

বিবর্ণ বার্সা

স্পোর্টস ডেস্ক: ফিনিশিং দুর্বলতা আরও একবার ভোগিয়েছে বার্সেলোনাকে। প্রায় ১৮ বছর পর ইউরোপা লিগে খেলতে নেমে নিজেদের মাঠে নাপোলির সঙ্গে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

ক্যাম্প ন্যুয়ে বৃহস্পতিবার রাতে টেবিলের শেষ ষোলতে ওঠার প্লে-অফে স্বাগতিকদের ১-১ গোলে রুখে দেয় নাপোলি। পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা সমতায় ফেরে পেনাল্টির গোলে, একমাত্র গোলটি করেন ফেররান তরেস।

ম্যাচে দাপট দেখিয়ে খেললেও জয় তুলে নিতে পারেনি বার্সা। ৬৭ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, এর মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অপরদিকে নাপোলি ৪ শটের ৪টিই লক্ষ্যে রাখে।

গত রোববার দুর্বল এস্পানিওলের মাঠে হারের মুখ থেকে কোনোরকম ড্র করে বার্সা। এখানেও পিছিয়ে পড়ে ড্র করল দলটি।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ করলেও গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন পেদ্রি, অবামায়েং, তোরেসরা। পাল্টা আক্রমণে ২৯তম মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় নাপোলিই।

পিওতর জিয়েলিন্সকির শট প্রথমে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে ফিরতি বল পেয়ে সেটা জালে জড়াতে একটুও ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন: প্রেস কনফারেন্স বাদ, শুটিংয়ে সাকিব

পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধেও এলোমেলো হয়ে ফুটবল খেলে। ম্যাচের ৫৯তম মিনিটে বার্সা হাঁফ ছেড়ে বাঁচে পেনাল্টির কল্যাণে। ডি-বক্সে নাপোলির ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। স্পট কিকে ম্যাচের সমতা টানেন তরেস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা