স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারায় তারা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে সমান ৬৫ পয়েন্ট এখন রিয়ালের। কিন্তু মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে টেবিল সেরা দল লা ব্লাঙ্কোরা।
ম্যাচের শুরুতে সোসিয়েদাদ বেশ প্রাধান্যই রেখেছিল রিয়ালের ওপর। প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রেখে সুযোগের অপেক্ষায় ছিল রয়্যাল ফুটবলাররা। তবে নিজেদের গুছানোর কাজটা রিয়াল ভালই পারে। তাই তো গোলশূণ্য প্রথমার্ধের পর আক্রমনের ধার বাড়তে থাকে লা ব্লাঙ্কো ফুটবলারদের।
মার্সেলোর পাস থেকে বল পেয়ে ভিনিসিউস যখন এগিয়ে যাচ্ছিলেন, ডি বক্সে তখন তাকে ফাউল করেন সোসিয়েদাদ ডিফেন্ডার লরেন্তে। ৫০ মিনিটে পাওয়া এই সুযোগ থেকে স্পট কিকে দলকে লিড এনে দেন সার্জিও রামোস।
৬৭ মিনিটে গোলও পেয়েছিল সোসিয়েদাদ। নিচু শটে গোল করেন ইয়ানুজাই। তবে ভিএআরে বাতিল হয় গোলটি।
মিনিট তিনেক পর বেনজেমার দূর্দান্ত গোলে লিড ডাবল হয় রিয়াল মাদ্রিদের। ভালভেরদের ক্রস কাঁধে রিসিভ করে গোল করেন বেনজেমা।
৮৩ মিনিটে আরো একটি দারুণ গোল। মাইকেল মেরিনোর শটে বোকা বনেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।
তবে সমতায় ফিরতে এরপর আর চেষ্টা করেও পারেনি সোসিয়েদাদ। পরপর দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে নেমে গেছে এখন তারা।
সান নিউজ