স্পোর্টস ডেস্ক:
কোচ রুবি ফেরেরকে বরখাস্ত করেছে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল বেটিস। করোনা বিরতি থেকে ফেরার তিন ম্যাচ পরই ঘটলো এই ঘটনা।
অবশ্য এই তিন ম্যাচের মধ্যে দুটি হার আর একটি ম্যাচ ড্র করেছিল রিয়াল বেটিস। সবশেষ তারা অ্যাথলেটিক ক্লাবের সাথে ম্যাচ খেলেছিল শনিবার। যেখানে ১-০ গোলে হারে রিয়াল বেটিস।
এই ঘটনার পরই ক্লাব কর্তৃপক্ষ কোচ ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়। লিগ টেবিলে এখন ৩০ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে রিয়াল বেটিস। এখনো লিগে আটটি ম্যাচ বাকি আছে দলটির।
২০১৯ সালের জুনে রিয়াল বেটিসের দায়িত্ব নিয়েছিলেন ৫০ বছর বয়সী এই কোচ। তার জায়গায় এখন স্পোর্টস ডিরেক্টর অ্যালেক্সিস ত্রুজিলো মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সান নিউজ