ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে আবারো পল স্মলিকে নিয়োগের প্রস্তাব দেয়া হয়েছে। দুই বছরের জন্য এই নিয়োগের প্রস্তাবনা দেয়া হয়। আজ ফেডারেশনের টেকনিক্যাল কমিটির এক সভায় এ নিয়ে আলোচনার পর পল স্মলির ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে নির্বাহী কমিটির সভায় টেকনিক্যাল কমিটির এই প্রস্তাবনা পাশের পরই পল স্মলি বাংলাদেশের দায়িত্বে যোগ দেবেন।
এর আগেও বাফুফের সঙ্গে একই পদে কাজ করেছেন পল স্মলি। ২০১৬ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত স্মলি বাফুফের সঙ্গে ছিলেন। এখন আবারো ফিরলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে।
তার নিয়োগের প্রস্তাবনা সম্পর্কে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, ফিফার কমপ্লায়েন্স বজায় রাখার জন্য পল স্মলিকে দ্রুততার সাথেই নিয়োগের প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া সভায় বাংলাদেশে যে ১২০টি একাডেমি আছে সেগুলোকে ফেডারেশনের আওতায় আনার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। একাডেমিগুলোকে তিনটি গ্রেডে ভাগ করা হবে। আর একাডেমিগুলো বাফুফে আওতাধীন থাকলে সেসবের কার্যক্রম আরো গতিশীল হবে বলে সভা শেষে জানান তাবিথ আউয়াল।
দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নের জন্য ৪টি জোনে খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। যেখানে প্রতিবন্ধী ফুটবলাররাও প্রশিক্ষণের সুযোগ পাবেন। এছাড়া ভাল মানের ফুটবলার বা জুনিয়র কোচদের এলিট কোচিং প্রোগ্রামের আওতায় এনে তাদের ফুটবল উন্নয়নের কাজে লাগানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
তবে সব কার্যক্রমেরই বাস্তবায়ন নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির উন্নয়নের উপর। বর্তমান কমিটির অন্তর্ভূক্ত এই টেকনিক্যাল কমিটি যে সিদ্ধান্তগুলোর প্রস্তাবনা দিয়েছে তা পরবর্তীতে নির্বাহী কমিটির সভায় চড়ান্ত হবে। আর করোনা পরিস্থিতির কারণে এই নির্বাহী কমিটির সভায় এসব প্রস্তাবনা গৃহীত হলেও শুধুমাত্র পল স্মলির নিয়োগ বাদে অন্যান্যগুলো কবে নাগাদ বাস্তবায়ন হবে তা সন্দিহান।
ফেডারেশনের এই টেকনিক্যাল কমিটির সভায় চেয়ারম্যান তাবিথ আউয়াল ছাড়াও অনলাইনে উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু, সদস্য ইউসুফ বিন জলিল, ইমতিয়াজ হামিদ সবুজ, সাইফুর রহমান মনি এবং ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সান নিউজ