স্পোর্টস ডেস্ক:
শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পরও জয়েই আছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগার টানা অষ্টমবারের শিরোপা জয়ী বায়ার্ন গত রাতে ৩-১ গোলে হারিয়েছে ফ্রেইবার্গকে। দুটি গোল করেন বায়ার্নের লোয়ানডস্কি। এখন পর্যন্ত মোট ৩৩ গোল করেছেন এই পোলিশ ফরোয়ার্ড।
আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ২-০ হারিয়েছে টেবিলের তিন নম্বরে থাকা লিপজিগকে। বরুসিয়ার দুটি গোলই করেন নরওয়েজিয়ান আর্লিং হালান্ড।
সান নিউজ