স্পোর্টস ডেস্ক:
৩০তম ম্যাচে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টমবারের মতো হারলো আর্সেনাল। রাতের ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে তারা। জিতে টেবিলের ১৫ নম্বর স্থানটা ধরে রাখলো ব্রাইটন। আর আর্সেনাল চলে গেছে ১০ নম্বরে।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। ৬৮ মিনিটে আর্সেনালের পেপে স্কোরলাইন ওপেন করেন। তবে ব্রাইটন স্ট্রাইকার ডাঙ্ক মিনিট সাতেক পরই সমতা আনেন ম্যাচে। আর ডিফেন্ডার মৌপে প্রায় শেষ মিনিটে গোল করলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন।
রাতের আরেক ম্যাচে লিস্টার সিটি পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়াটফোর্ডের সঙ্গে। ভিকারেজ রোড ভেন্যুর ম্যাচটা শেষ হয় ১-১ ব্যবধানে। দারুণ লড়াইয়ের এই ম্যাচে দুটি গোলই হয় একেবারে শেষ দিকে। ৯০ মিনিটে লিস্টার ডিফেন্ডার চিলওয়েল ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর ইনজুরি টাইমে ঘরের মাঠে ওয়াটফোর্ডকে সমতায় ফেরান স্ট্রাইকার ডসন। ম্যাচ ড্রয়ে ওয়াটফোর্ড উঠে এসছে টেবিলের ১৬ নম্বরে। আর লিস্টার ৫৪ পয়েন্ট নিয়ে থাকলো তিন নম্বর স্থানেই।
অন্য ম্যাচে উলভারহ্যাম্পন ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। জিমেনেজ ও নেটো উলভারের গোল দুটি করেন।
এমনকি জিতেছে ক্রিস্টাল প্যালেসও। ২-০ গোলে হারিয়েছে তারা বোর্নমাউথকে। ১২ মিনিটে মিডফিল্ডার মিলিভোজেভিচ করেন প্রথম গোল। এর মিনিট দশেক পরই ফরোয়ার্ড আইয়ু করেন বাকি গোলটি। জিতে ৪২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের নয় নম্বরে এখন ক্রিস্টাল প্যালেস।
সান নিউজ