স্পোর্টস ডেস্ক:
ফ্রান্সে ১১ জুলাই থেকে স্টেডিয়ামে দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন। তবে সেই সংখ্যা হবে সর্বোচ্চ পাঁচ হাজার। ফ্রান্স সরকার এ বিষয়ে অনুমতি দিয়েছে। দেশটির জাতীয় মহামারি সংক্রান্ত প্রতিষ্ঠান বলেছে, মধ্য জুলাই থেকে ফ্রান্সে করোনা ভাইরাসের প্রকোপ কমা শুরু করবে এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহের দিকে ভাইরাসের প্রভাব অনেকটাই কমে যাবে।
সরকারের এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে ফ্রেঞ্চ কাপ ও লিপ কাপের ফাইনাল দর্শকরা মাঠে বসে দেখতে পারবে। করোনার কারণে দুটি ফাইনালই এখন স্থগিত আছে। ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছিল পিএসজি এবং সেন্ট এতিয়েন। এছাড়া লিগ কাপের ফাইনালেও আছে পিএসজি। তবে সেখানে তাদের প্রতিপক্ষ অলিম্পি লিঁও। এপ্রিলে সরকারের এক ঘোষণায় ফ্রান্সে সব ধরণের খেলাধুলা সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়। তবে সোমবার থেকে দলীয় খেলা শুরু হওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ফ্রান্স সরকার।
সান নিউজ