ক্রীড়া প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াই-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। আজ শনিবার দুপুরে করোনার পরীক্ষার ফলাফল পান তিনি।
কিছুদিন আগে নড়াইলে থাকা মাশরাফির শ্বাশুড়ি ও তার স্ত্রীর বড় বোন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল।
ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের দেখতে যান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
দু-তিন ধরে করোনা উপসর্গ দেখা যায় মাশরাফির শরীরে। সাবধানতা অবলম্বন করেই গতকালই ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার স্যাম্পল দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য।
পরীক্ষায় মাশরাফির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
তবে ভাইরাসে আক্রান্ত হলেও শারীরীকভাবে সবল আছেন মাশরাফি। বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।
পরিবারের অন্যান্যদের শরীরে এখন পর্যন্ত করোনা উপসর্গ দেখা যায়নি।
দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে বেশ ক’বার নিজ এলাকায় গিয়েছিলেন মাশরাফি। সেখানে অসহায় মানুষদের জন্য ত্রান নিশ্চিত করেছেন।
এমনকি দ্বিতীয়বার নড়াইল থেকে ঢাকার বাসায় ফিরে কোয়ারেন্টিনেও ছিলেন। মাশরাফির ব্যক্তিগত উদ্যোগে তার এলাকায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন করোনায় আক্রান্ত ও করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে নানা ধরণের সেবামূলক কাজ করে যাচ্ছে।
সান নিউজ