স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর মাঝপথেই দেশে চলে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। মিনিস্টার ঢাকার এই ক্রিকেটার ফিটনেস নিয়ে কাজ করার জন্যই মূলত দেশে ফিরে যাচ্ছেন।
শুক্রবার বিপিএলে শেষবার মাঠে নামার কথা ছিল রাসেলের কিন্তু বৃষ্টি বাধার কারণে ওই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
মিনিস্টার ঢাকার পাঠানো এক ভিডিও বার্তায় রাসেল বলেন, শুক্রবার আমার শেষ ম্যাচ ছিল। বৃষ্টির কারণে সেটি ভেসে গেল। আজকে ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নেওয়ার চিন্তা ছিল। বৃষ্টি সেটা হতে দিল না।
তিনি বলেন, টুর্নামেন্টের আরও অর্ধেক সময় বাকি রয়েছে। একটু আগেই আমাকে চলে যেতে হচ্ছে। ফিটনেস নিয়ে আমার কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। ঢাকা দারুণ একটা দল তাদের কাপ জেতার সামর্থ্য রয়েছে।
আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা
এদিকে এ আসরে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। এতে রান করেছেন ৬১ ও উইকেট নিয়েছেন ৮টি।
সাননিউজ/এমএসএ