স্পোর্টস ডেস্ক:
পাল্টে কি যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের স্পন্সর? লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের মৃত্যুতে আইপিএলের স্পন্সর নিয়ে আবারো ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বর্তমানে আইপিএলের স্পন্সর ভিভো, যা একটি চাইনিজ কোম্পানী। আর লাদাখ সীমান্তে বেশ উত্তেজনাকর অবস্থায় এখন ভারত ও চীনের সেনাবাহিনী। ইতোমধ্যেই বেশ ক'জন সেনা সদস্য মারা গেছে দুই দেশেরই। আর এমন অবস্থার কারণেই আইপিএলের স্পন্সর নিয়ে ভাবনায় বিসিসিআই।
যদিও বৃহস্পতিবার বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছিলেন ভিভো চীনের সংস্থা হলেও আইপিএলে এর স্পন্সর থেকে পাওয়া অর্থ ভারতের অর্থনীতিকেই শক্তিশালী করবে। তবে আগামী সপ্তাহে বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে বিষদ আলোচনা হবে বলে টুইটারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অ্যাকাউন্টে ইঙ্গিত দেয়া হয়েছে।
আগামী সভায় শুধু ভিভো নয় পেটিএম, ড্রিম ইলেভেনের মতো আইপিএলেল অন্য যে স্পন্সরগুলোয় চীনা কোম্পানীর বিনিয়োগ আছে, সেগুলো নিয়েও আলোচনা হতে পারে।
সান নিউজ