স্পোর্টস ডেস্ক:
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।
শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে ময়মনসিংহের ব্রামেনপালির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর স্ট্রোকের পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
তার নাতি প্রাঞ্জল গোয়ালা গণমাধ্যমকে বলেন, সপ্তাহ খানেক আগে অস্ত্রোপচার হওয়া চোখে চোখ উঠেছিল। সেই যন্ত্রণায় ভুগছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) থেকে চোখের ব্যথা কমে আসলেও বুকে ব্যথা অনুভব করছিলেন। ডাক্তাররা বলেছিলেন হার্ট বড় হয়ে গিয়েছিল।
‘স্বাভাবিক কাযক্রম হচ্ছিল না। ফলে খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারছিলেন না। রাতে ঘুমিয়ে ছিলেন ঠিকঠাক মতো। রাত ৩ টায় আমি তাকে পানিও খাইয়েছি। এরপর আবার ঘুমিয়ে যান। সকালে নাস্তা খাবার জন্য তাকে ডাকা হলে সাড়া দিচ্ছিলেন না। এরপর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।’আজ দুপুরের পর শেষকৃত্য সম্পন্ন হবে জানিয়েছেন প্রাঞ্জল গোয়ালা।
সান নিউজ/ আরএইচ