ছন্দে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)
খেলা

তামিম ঝড়ে সিলেটকে উড়িয়ে দিল ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট: দীর্ঘদিন পর ছন্দে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশতম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে তামিমের ঝড়ো শতকে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লিন্ডল সিমন্সের শতকে ভর করে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালরা। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা।

বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সিলেটের দুই ওপেনার সিমন্স ও এনামুল হক বিজয়। ৩৫ বলে ৫০ রানের জুটি গড়ে এবাদত হোসাইনের বলে উইকেট হারান বিজয়। ১৮ রানে তার ফেরার পর ব্যাটিংয়ে নেমে ৬ রানে বিদায় নেয় মোহাম্মদ মিঠুন। এরপর মাঠে নেমে ডাক মেরে বিদায় নেন কলিন ইনগ্রাম। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত ঠিকই আগলে রাখেন সিমন্স।

থিতু হয়ে থাকা সিমন্সের সাথে ৬৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন রবি বোপারা। এরপর সিমন্সকে সঙ্গ দেন অধিনায়ক মোসাদ্দেক হোসাইন। বিধ্বংসী ইনিংস খেলে ৫৯ বলে সিমন্স ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি শতক তুলে নেন। ভয়ঙ্কর ক্যারিবিয় এই ব্যাটারকে শেষ পর্যন্ত ফেরান স্বদেশী আন্দ্রে রাসেল। ১৪ চার ও ৫ ছয়ে ৬৫ বলে ১১৬ রান করে সাঝঘরে ফেরেন সিমন্স। শেষদিকে এসে দারুণ ব্যাট করে দলের সংগ্রহ বাড়ান মোসাদ্দেক। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় সিলেট। ৮ বলে ১৩ রান নিয়ে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

আরও পড়ুন: ব্রেন্ডন টেলর সাড়ে ৩ বছর নিষিদ্ধ

জবাবে ব্যাট করতে নেমেই উড়ন্ত শুরু করেন ঢাকার দুই ওপেনার তামিম ও শেহজাদ। দীর্ঘদিন পর ছন্দ খুঁজে পাওয়া তামিম ইকবাল একপ্রান্তে ব্যাটিং তাণ্ডব চালান। অপরপ্রান্তে তাকে সঙ্গ দেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। সপ্তদশ ওভারে আলাউদ্দিন বাবুর করা নো বলে চার হাঁকিয়ে শতক পূর্ণ করেন তামিম। ৬১ বলে ১৬ চার এবং ৩ ছয়ে সেঞ্চুরির দেখা পান দেশসেরা এই ওপেনার। শেষদিকে এসে বাবুর বলে উইকেট হারান শেহজাদ। ৩৯ বলে ৫৩ রান করে বিদায় নেন তিনি। এই ওভারের শেষ বলে ৪ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তামিম। ১১১ রানে অপরাজিত থাকেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের কবল থেকে নিস্তার মিলছে না দিল্ল...

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরাম...

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা