স্পোর্টস ডেস্ক:
ডি স্টেফানো স্টেডিয়ামে শুরু থেকেই ভ্যালেন্সিয়ার উপর ছিল রিয়াল মাদ্রিদের প্রভাব। উল্টো ১৪ মিনিটে পোস্ট বাধা না হলে গোল পেতে পারতো ভ্যালেন্সিয়া। ৪৩ মিনিটেও হতে পারতো ভ্যালেন্সিয়ার লিড। কোন্দোগবিয়ার শট থেকে দলকে বাঁচান রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। গোলশূণ্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর নিজেদের ফিরে পায় রিয়াল। ৬১ মিনিটে বেনজেমা লিড এনে দেন দলকে।
বদলি হিসেবে ৭৪ মিনিটে মাঠে নামেন আসেনসিও। নেমেই পান সাফল্য। ভ্যালেন্সিয়ার রক্ষণ দূর্বলতাকে কাজে লাগিয়ে গোল করেন এই ফরোয়ার্ড।
এরপর ৮৬ মিনিটে আসেনসিওর অ্যাসিস্টেই রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলের লিড এনে দেন বেনজেমা।
এই জয়ে বার্সেলোনার সঙ্গে লিগ টেবিলে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাড়ালো দুই। ২৯ ম্যাচে ১৮ জয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। আর বার্সেলোনা সমান ম্যাচে ২০ জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
সান নিউজ