ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য ৬ সপ্তাহের ক্যাম্প যথেষ্ট বলছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। অনলাইনে এক সাংবাদিক সম্মেলনে জেমি আরো বলেন, বাছাইয়ের হোম ম্যাচগুলোতে জয়ের টার্গেট থাকবে বাংলাদেশের।
বাংলাদেশের ফুটবল বন্ধ গত মার্চ থেকে। করোনা ভাইরাসের প্রভাব দেশে থাকলেও এর মাঝেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আগস্ট থেকে শুরু হবে এই প্রস্তুতি। কারণ অক্টোবর ও নভেম্বর মিলিয়ে বিশ্বকাপ প্রস্তুতির চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে হোম ভেন্যুতে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ হবে কাতারের বিপক্ষে। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর বাংলাদেশের ম্যাচ ঘরের মাঠে ওমানের বিপক্ষে।
জেমি ডে বলছেন, বিশ্বের সব দলই যে কোন ম্যাচের জন্য চার থেকে ছয় সপ্তাহের প্রস্তুতি নিয়ে থাকে। সেই বিচারে বাংলাদেশের জন্য এটা যথেষ্ট সময়। খেলোয়াড়রা এখন বাসার অনুশীলনে নিজেদের ফিট রাখলেও তিনি আশা করছেন আফগানিস্তান লড়াইয়ের আগে তারা ম্যাচ ফিটনেস ফিরে পাবে।
জেমির টার্গেট হোম ম্যাচগুলোতে ভাল ফলাফল করার অর্থাৎ জয়ের লক্ষ্য। যদিও করোনার কারণে হয়তো মাঠে দর্শক উপস্থিতি থাকবে না। তবুও খেলোয়াড়রা যদি নিজেদের কাজটা করতে পারে তাহলে ভাল ফলাফল অবশ্যই পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
ক্যাম্প শুরুর ঘোষণার দিন বাফুফে জানিয়েছিল ৪৪ ফুটবলারকে ডাকা হবে প্রাথমিকভাবে। তবে জেমি বলছেন এই সংখ্যা কমে ৩৫ জন করার ইচ্ছা তার।
সান নিউজ