স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লিগে রাতে শক্তিশালী ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ডি স্টেফানো স্টেডিয়ামে রিয়ালের এই হোম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গত ডিসেম্বরে লিগে দুদলের প্রথম লড়াইটি শেষ হয়েছিলো ১-১ সমতায়। ৯৫ মিনিটের গোলে সেবার কোনোরকমে হার এড়িয়েছিলো রিয়াল।
শিরোপার দৌড়ে পিছিয়ে পড়তে না চাইলে আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে হবে রিয়ালকে। ইতোমধ্যে রিয়ালের চেয়ে বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে।
রিয়াল জিতলে ব্যবধান কমে দুই পয়েন্টে নামবে। মূল ভেন্যু বার্নাবুতে সংস্কার কাজ চলছে, সেকারণে রিয়াল তাদের হোম ম্যাচগুলো ডি স্টেফানো স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
এটি তাদের যুব দলের ভেন্যু।
সান নিউজ