স্পোর্টস ডেস্ক :
সময়টা দীর্ঘ ৫০ বছরের। অবশেষে এত বছরের অপেক্ষার প্রহর শেষ হলো অ্যালেন জোন্স এর। এতদিন পরে এসে টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়ে ‘টেস্ট ক্যাপ’ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
খেলোয়ার হিসেবে পেশাদার ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে খেলেন অ্যালেন জোন্স। ১৯৭০ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও খেলেছিলেন তিনি।
তখন টেস্ট হিসেবে স্বীকৃতি দেয়া হলেও পরবর্তীতে তা অফিসিয়াল ম্যাচের মর্যাদা হারায়। এতে টেস্ট ক্রিকেটার হিসেবে নাম কাটা যায় জোন্সের।
তবে সম্প্রতি ইসিবি ওই ম্যাচের জন্য জোন্সকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তার নাম আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটার হিসেবে লিপিবদ্ধ করে ক্যাপও পাঠিয়ে দেয়া হয়।
গত নভেম্বরে ইংল্যান্ডের হয়ে সবশেষে অভিষেক হওয়া ব্যাটসম্যান জ্যাক ক্রলির পর ৬৯৬ নম্বর টেস্ট ক্যাপটি পেলেন ৮১ বছর বয়সী জোন্স।
ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মাধ্যমে জোন্সকে এই সম্মান প্রদান করা হয়। এই আয়োজনে অংশ নেন ইসিবি সভাপতি কলিন গ্রেভস ও ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুট। এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও জোন্সের কাউন্টি সতীর্থ টনি লুইসও এই সময় যোগ দেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৩৬ হাজার ৪৯ রান করেন জোন্স। অফিসিয়াল টেস্ট ম্যাচ না খেলা ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ রান।
সান নিউজ/সালি