স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি রিয়াল মাদ্রিদ লিজেন্ড পাকো গেন্তো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এই কিংবদন্তিকে হারানোর খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা। তার স্ত্রী মারি লুজ, সন্তান ফ্রাঙ্কিস্কো ও জুলিও এবং নাতনী আইতানা ও কানডেলার প্রতি সমবেদনা জানিয়েছে রিয়াল।
স্প্যানিশ উইঙ্গার রিয়ালের সঙ্গে গেন্তোর সম্পর্ক ছিল ১৮ বছরের। ৪২৮ লিগ ম্যাচে ১২৮ গোল করেছেন এই লেফট উইঙ্গার। ১৯৫২ সালে রেসিং স্যান্টানডারের হয়ে ক্যারিয়ার শুরু। পরের মৌসুমে যোগ দেন মাদ্রিদ ক্লাবে। একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ইউরোপিয়ান কাপ জিতেছেন তিনি।
এইতো কদিন আগেই সুপার কাপ জিতে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডে গেন্তোর সঙ্গে ভাগ বসান মার্সেলো।
প্রসঙ্গত, আগামী রোববার স্যান্টিয়াগো বার্নাব্যুতে এলচের বিপক্ষে গেন্তোকে শ্রদ্ধা জানাবে রিয়াল।
সাননিউজ/জেএস