টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা বাস্তবসম্মত না
খেলা
এহসান মানির মন্তব্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর সম্ভব না

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি মনে করেন এবার এই টুর্নামেন্ট হওয়া সম্ভব না। করোনাকালীন বাস্তবতার প্রেক্ষিতে এই কথা বলেন তিনি। টুর্নামেন্ট অন্তত এক বছর পিছিয়ে যাওয়ার আশংকাও জানান তিনি।

অনলাইনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খুব দক্ষতার সাথে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলা করেছে। তারপরও বাস্তবতার নিরিখে অস্ট্রেলিয়ায় এবারের টুর্নামেন্ট হওয়া সম্ভব না। উদাহরণ টেনে মানি বলেন, পাকিস্তান দল ইংল্যান্ড যাবে সিরিজ খেলতে। সেখানে পাকিস্তানের খেলোয়াড়দের প্রথমে আইসোলেশনে থাকতে হবে। এরপর ম্যাচ খেলতে হবে দর্শকশূণ্য ভেন্যুতে। এমনকি হোটেলের বাইরে কোথাও যাওয়া যাবে না। এমন সূচি একটি বা দুটি দলের জন্য হতে পারে। কিন্তু বিশ্বকাপের মতো আসরে যেখানে ১২ থেকে ১৬টি দল খেলবে সেখানে এমনভাবে ম্যাচ খেলানোর পরিকল্পনা বাস্তবসম্মত হবে না।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংসও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্যতা নিয়ে সন্দেহ জানিয়েছিলেন। গত দুই মাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এজেন্ডাতে বেশ কয়েকটি সভা করেছে। তবে সংস্থাটি এ ব্যাপারে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

মানি বলেন, ২০২০, ২০২১ ও ২০২৩ সালে আইসিসি ইভেন্টের সূচি আছে। তাই এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ করা সম্ভব না হলে তা ফাকা বছরটাতে করা যেতে পারে। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান তার কথায় ইঙ্গিত দিয়েছিলেন এবারের টুর্নামেন্ট পিছিয়ে আগামী বছর এবং ২০২১ সালে ভারতে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে পরের বছর করার। অবশ্য যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন, ব্রাডকাস্টার, আর্থিক বিষয়সহ নানা দিক চিন্তা করে এমন সব ইভেন্টের সূচি ঠিক করা হবে বলে জানিয়েছে আইসিসি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লৌহজংয়ে পানির নিচে ৬ হাজার হেক্টর কৃষি জমি 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পর্ণোগ্রাফি চক্রের ফাঁদে প্রবাসীর স্ত্রী

কামরুল সিকদার, ফরিদপুর প্রতিনিধি:...

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের...

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: সারাদেশে তীব্...

বাচসাস পরিবার দিবসে অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা

সাজু আহমেদ: অন্যরকম একটি দিন অতিব...

পর্ণোগ্রাফি চক্রের ফাঁদে প্রবাসীর স্ত্রী

কামরুল সিকদার, ফরিদপুর প্রতিনিধি:...

সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রসা শিক্ষক 

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি:

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় দাবীতে মানববন্ধন

মো. কুদরাত খুদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি:...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা