স্পোর্টস ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। নতুন সিদ্ধান্তে আটটি দল নিয়ে ১২ থেকে ২৩ আগস্ট হবে এই টুর্নামেন্ট।
করোনার প্রভাবে শেষ ষোলর রাউন্ডও শেষ করতে পারেননি উয়েফা। বাকি আছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-চেলসি, জুভেন্টাস-অলিম্পিক লিঁও এবং বার্সেলোনা-নাপোলি ম্যাচগুলো। আগামী ৭ ও ৮ আগস্ট হবে ফিরতি লেগের এই ম্যাচগুলো। পূর্ব নির্ধারিত ভেন্যু বা পর্তুগালে হতে পারে এসব ম্যাচ। তবে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্তা ও লিপজিগ।
আর নতুন আঙ্গিকে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোকে নিয়ে আগস্টে পর্তুগালের লিসবনে হবে এক লেগের মিনি টুর্নামেন্টটি। যার ফাইনাল হবে ২৩ আগস্ট। তুরস্কের ইস্তানবুলে এবার ফাইনাল হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেয়া হয়েছে আগামী বছর।
এমনকি ইউরোপা লিগের বেলায়ও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। শেষ ষোলর যেসব খেলা বাকি আছে তা হবে ৫ ও ৬ আগস্ট। এরপর কোয়র্টার ফাইনালে ওঠা আটটি দল নিয়ে ১০ আগস্ট থেকে হবে নতুন ফরম্যাটের টুর্নামেন্ট।
সান নিউজ