স্পোর্টস ডেস্ক:
ইউরো ২০২০-এর সূচি চূড়ান্ত করেছে উয়েফা। ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এবারের টুর্নামেন্ট। আগের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ভেন্যুতেই হবে ম্যাচগুলো। উয়েফা নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
করোনা ভাইরাসের প্রভাবের কারণে মার্চ থেকে পিছিয়ে আনা হলো এই টুর্নামেন্ট। ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৪টি দল। প্রতি গ্রুপের সেরা দুই এবং চারটি গ্রুপের সেরা তৃতীয় দল খেলবে শেষ ষোলতে। নক আউট পর্বের খেলা শুরু হবে ২৬ জুন থেকে।
২ ও ৩ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টার ফাইনাল, শেষ আটের দ্বিতীয় ম্যাচ জার্মানীর মিউনিখে, তৃতীয় কোয়ার্টার ফাইনাল আজারবইজানের বাকুতে এবং চতুর্থ ম্যাচটি হবে ইতালির রোমে।
৬ ও ৭ জুলাই দুটি সেমিফাইনাল। দুটি ম্যাচই হবে লন্ডনে। এরপর ১১ জুলাই লন্ডনের ফাইনাল দিয়েই শেষ হবে ইউরো ২০২০।
ইতোমধ্যেই যারা ইউরোর টিকেট কিনেছে তাদের জন্য ফেরত দেয়ার সুযোগও আছে। ১৮ থেকে ২৫ জুনের মধ্যে euro2020.com/tickets ঠিকানায় টিকেট ফেরত দেয়া যাবে।
সান নিউজ