স্পোর্টস ডেস্ক: ফিফা সব ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার ঘোষণা করেছে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।
এদিন ২০২১ সালের বর্ষসেরা একাদশ ছেলেদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ ঘোষণাও ঘোষণা করা হয়। একাদশে গোলকিপার হিসেবে রাখা হয়েছে পিএসজির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। রক্ষণভাগে আছেন অস্ট্রিয়ার ডেভিড আলাবা, পর্তুগালের রুবেন দিয়াস, ইতালির লিওনার্দো বোনুচ্চি। মাঝমাঠে রাখা হয়েছে ইতালির জর্জিনিও, ফ্রান্সের এনগোলো কান্তে, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা।
সেরা একাদশের আক্রমণভাগের জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইনের লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, নরওয়ের আর্লিং হরলান্ড, পোল্যান্ডের রবার্ট লেভান্ডভস্কি।
সাননিউজ/এএএ