স্পোর্টস ডেস্ক: টেনিস তারকা নোভাক জোকোভিচকে আটক করা হয়েছে অস্ট্রেলিয়াতে । আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আদালতের শুনানিকে সামনে রেখে জোকোভিচকে আটক করা হয়। তাকে সরকারের তত্ত্বাবধানে একটি হোটেলে রাখা হয়েছে। রবিবার শুনানি শেষ হওয়া পর্যন্ত জোকোভিচকে সেখানেই থাকতে হবে।
শুনানিতে নির্ধারিত হবে, তিনি অস্ট্রেলিয়ান থাকতে পারবেন কি না। আপিলে হেরে গেলে অস্ট্রেলিয়া ছাড়তে হবে জোকোভিচকে এবং তিন বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না তিনি।
করোনাভাইরাসের টিকা না নিয়েই অস্ট্রেলিয়া গিয়েছেন জোকোভিচ। এতেই বেঁধেছে বিপত্তি। মেলবোর্নে পৌঁছানোর পরপরই তাকে আটকে দেওয়া হয়। এরপর দুই বার তার ভিসা বাতিল হয়েছে।
অস্ট্রেলিয়ার সরকারের দাবি, তাদের দেশের জনস্বাস্থ্যের জন্য জোকোভিচ হুমকি। তবে জোকোভিচের আইনজীবীরা বিষয়টা মেনে নিতে রাজি নন।
আইনি জটিলতা সত্ত্বেও মেলবোর্নে সোমবার তার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার কথা রয়েছে।
সাননিউজ/ এএএ