স্পোর্টস ডেস্ক:
নির্ধারিত হয়েছে ইউএস ওপেন টেনিস ফেরার তারিখ। নিউ ইয়র্ক গভর্ণর কুমো'র সবুজ সংকেতের পর ৩১ আগস্ট তারিখকে নির্ধারণ করে এই গ্র্যান্ড স্লাম শুরুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। দর্শকবিহীন ভেন্যুতে নতুনভাবে শুরু টুর্নামেন্টের ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।
খেলোয়াড়দের করোনা ভাইরাস পরীক্ষাসহ লকার রুমে আলাদা জায়গা রাখা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন নিউ ইয়র্ক গভর্ণর।
যদিও করোনায় আক্রান্ত এবং মৃত্যু দুটি দিকেই যুক্তরাষ্ট্র সব দেশের ওপরে। আর যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কেই এই ভাইরাসে সবচেয়ে বেশি ৩০ হাজারের বেশি লোক মারা গেছে ইতোমধ্যে। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্ট করার ঘোষণা দিলও বিস্তারিত এখনো জানায়নি কর্তৃপক্ষ।
টুর্নামেন্টের ভেন্যু বিলি জিন কিং জাতীয় টেনিস সেন্টারকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে।
টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মৃদু ইচ্ছা আছে বলে জানিয়েছিলেন তিনি। আর খেলাতে নিয়মের যে বেড়াজাল তৈরি করা হচ্ছে সেটাকে একটু বেশিই বলে মন্তব্য করেছিলেন তিনবারের ইউএস ওপেন জয়ী নোভাক জকোভিচ।
সান নিউজ