ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় দলের হেড কোচ জেমি ডে’র সাথে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরো দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
এ বছরের ১৪ আগস্ট থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি ডে’র সাথে নতুন চুক্তি করা হয়েছে। এর আগে ২০১৮ সালের ১৭ মে'তে এক বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হয়েছিল জেমি ডে'কে। এরপর ২০১৯ সালে আবারো এক বছরের জন্য চুক্তি বাড়ানো হয়েছিল।
করোনা ভাইরাসের বিরতির পর বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে অক্টোবর ও নভেম্বরে। বিশ্বকাপ বাছাইয়ে ৮ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও ১৫ অক্টোবর খেলবে অ্যাওয়ে ম্যাচে দল খেলবে কাতারের বিপক্ষে। এরপর ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে আছে ঘরের মাঠে দুটি ম্যাচ।
জেমি ডে’র কোচিংয়ে বাংলাদেশ ম্যাচ খেলেছে ১৯টি। এর মধ্যে ৮টি জয়, দুটি ড্র ও ৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ।
নতুন চুক্তি নিশ্চিতের পর বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা জেমি ডে আবারও আশার কথা বলছেন বাংলাদেশ দলকে নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে প্রতিপক্ষ শক্তিশালী হলেও দল ভাল করবে বলে আশা তার। যদিও এই করোনাকালে ফুটবলাররা তাদের ফিটনেস নিয়ে ঠিকমতোই কাজ করছে বলে বিশ্বাস তার।
সান নিউজ