ছবি সংগৃহীত
খেলা

বাংলাদেশ পাচ্ছে জয়ের আভাস

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। জবাব দিতে নেমে টাইগাররা রেকর্ড ৪৫৮ রান করেছে; লিড ছিল ১৩০। স্বাগতিকরা আবারও ব্যাট করতে এসে এবাদতের বোলিং তোপে পড়ে। পাঁচ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে তারা; লিড ১৭ রান।

মাউন্ট মঙ্গানুইয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ১৪ রান করা টম লাথামের উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। বেশিক্ষণ থিতু হতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। এবাদত হোসেনের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে ১৩ রান করে বিদায় নেন তিনি।

কনওয়ে ফেরার পর টেইলরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ইয়ং। দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না এ ব্যাটার। এবাদতের দারুণ বোলিংয়ে বোল্ড হয়ে ৬৯ রানে সাঝঘরে ফেরেন ইয়ং। ঠিক দুই বল পরেই ব্যাট করতে নামা হেনরি নিকলসকে দুর্দান্ত বলে বোল্ড করেন এবাদত।

পরের ওভারে টম ব্লান্ডেলকে আউট করেন এবাদত। এই পেসার একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন। ইয়ংয়ের বিদায়ের পর ৩ উইকেট হারালেও ব্যাটিংয়ে রয়েছে টেইলর। চতুর্থ দিন শেষে ১০১ বল খেলে ৩৭ রানে অপরাজিত তিনি। সঙ্গে থাকা রাচিন রবিন্দ্র ৬ রানে অপরাজিত।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা